/anm-bengali/media/media_files/2025/11/29/whatsapp-image-2025-11-29-2025-11-29-22-02-56.jpeg)
নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুর ডিভিশনের আইমা এলাকায় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল রেলের ট্র্যাকে কর্মরত এক কী-ম্যান এর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রেলের ইউনিয়নদের ক্ষোভের মুখে রেল কর্তৃপক্ষ।
শনিবার সকালে খড়গপুরের আইমা এলাকায় রেলের লাইনের উপর কাজ করছিলেন বছর ৫৫-র মনজুর হাইদার নামক এক ব্যক্তি। অভিযোগ, ওই সময়ে লাইনে আসা একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার পর রেলের দিকে আঙুল তুলছে আম জনতা ও ইউনিয়ন কর্তৃপক্ষ। তাদের বক্তব্য প্রত্যেক ডিভিশনে কী-ম্যান এর সাথে একজন করে লুক আউট ম্যান থাকে যার কাজ কী-ম্যান কাজ করার সময় লুক আউট ম্যান কোন লাইনের উপর ট্রেন আসছে তা দেখভাল করবে এবং কী-ম্যান কে সচেতন করবে। কিন্তু এই ডিভিশনে সেই ব্যবস্থা না থাকার ফলে এমন ঘটনার শিকার হতে হল মনজুর হাইদারকে। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইউনিয়ন কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনার খবর পেয়েও রেল কর্তৃপক্ষ প্রায় ৩ ঘন্টা পর পৌঁছে দেহ উদ্ধার করেছে বলে অভিযোগ। ঘটনা সম্পর্কে রেলের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us