New Update
/anm-bengali/media/media_files/2025/11/24/whatsapp-image-2025-11-24-2025-11-24-13-28-30.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ২০০২ সালের ভোটার লিস্টে মা-বাবার নাম নেই। আর তার জেরেই আতঙ্কে স্ট্রোক হয়ে মৃত্যু হল যুবকের। ২০২৫ সালের ফর্ম পেলেও ২০০২ সালের লিস্টে বাবা-মায়ের নাম পাওয়া যায়নি। এর থেকেই নাকি যুবকের দুশ্চিন্তা শুরু হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের ২৫ নং দক্ষিন ঢেকিয়া বুথে। ওই এলাকার বাসিন্দা বাবলু হেমরম গত কয়েকদিন ধরেই আতঙ্কে ভুগছিল বলে পরিবারের দাবি৷ তারপরই হল এই চরম পরিণতি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সঙ্গে দেখা করতে হাজির হন পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি সহ তৃণমূল দলের নেতৃত্বরা। সোমবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাবে খড়গপুর লোকাল থানার পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us