/anm-bengali/media/media_files/2025/11/10/screenshot-2025-11-10-184058-2025-11-10-18-41-29.png)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী শনিবার মোটর বাইক কিনতে আসে চন্দ্রকোনার গোঁসাইবাজারে একটি মোটর বাইক শোরুমে। মোটর বাইক কিনতে আসা ক্রেতার এমন কান্ড জীবনে কখনো ঘটেনি, বলছেন মোটর বাইক শোরুমের কর্মীরা। মোটর বাইক শোরুমের কর্মীরা প্রথমে বুঝতেই পারেননি এমন একটা ঘটনা ঘটতে চলেছে।
কর্মীরা বলেন যে প্রথমে এক ভদ্রলোক দোকানে মোটরবাইকের দাম করতে থাকেন ও পরে তিনি বলেন বেশি দাম হলে কিস্তিতে বাইক নেবেন।বাইক পছন্দের পর হঠাৎ বলে বসেন তার খুচরো টাকা আছে কেনার জন্য। দোকানদার ভাবতে পারেনি যে এত খুচরো টাকা থাকবে। পরে এত খুচরো দেখে অবাক হয়ে গিয়েছিল সকলে। তবে তারা দুই ঘন্টা ধরে সেই টাকা গুনে দেখে ৬৯ হাজার টাকা। ওই জমানো টাকার মধ্যে ছিল কিছু নোটও। দরিদ্র পরিবা। গ্রামে ছোটো চা-মুড়ির দোকান চালিয়ে সংসার চালান বাচ্চু চৌধুরী। বহু দিনের শখ ছিল টাকা জমিয়ে মেয়ের জন্য একটা স্কুটি কেনার। সেইজন্য দোকানের প্রতিদিনের রোজগারের টাকা থেকে ৫-১০ টাকা খুচরো কয়েন সরিয়ে লক্ষ্মীর ভাঁড় বা বকা ভাঁড়ে জমিয়ে রাখতেন। সেই জমানো টাকা দিয়ে অবশেষে স্বপ্ন পূরণ হল চন্দ্রকোনার বাচ্চু চৌধুরী ও তার পরিবারের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/10/screenshot-2025-11-10-184115-2025-11-10-18-41-43.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us