উনুনে পুড়ছে আধার কার্ড! চোখ কপালে পুলিশের

একগুচ্ছ আধার কার্ড পুড়িয়ে নষ্ট করা হয়েছে এই অভিযোগে আটক করা হল এক ব্যক্তিকে। উদ্ধার করা হয়েছে হাজার হাজার আধার কার্ড।

author-image
Anusmita Bhattacharya
New Update
aadhaarcard

উনুনে পুড়ছে আধার কার্ড

নিজস্ব সংবাদদাতাঃ একগুচ্ছ আধার কার্ড (Aadhaar Card) পুড়িয়ে নষ্ট করা হয়েছে এই অভিযোগে আটক করা হল এক ব্যক্তিকে। উদ্ধার করা হয়েছে হাজার হাজার আধার কার্ড। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার (Habra Assembly Constituency) অন্তর্গত আটুলিয়া এলাকার। গৌরাঙ্গ সেন নামে এক ব্যক্তিকে শুক্রবার রাতে তাঁর বাড়ি থেকে আটক করলো পুলিশ। প্রথমে তাঁর উনুনের পাশে আধার কার্ড দেখতে পান এলাকার বাসিন্দারা। পুলিশকে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে। ঘরে ঢুকতেই দেখা যায়, বস্তাবন্দি হয়ে পড়ে রয়েছে আরও আধার কার্ড। ব্যক্তি তিলজলা পোস্ট অফিসে (Post Office) কাজ করতেন বলেই জানা গেছে।