New Update
/anm-bengali/media/media_files/2025/10/09/screenshot-2025-10-09-191114-2025-10-09-19-11-31.png)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: গোপন সূত্রে খবর পেয়ে প্রাইভেট গাড়িতে বন্দুক বহনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। বুধবার রাতে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের যুগডিহা এলাকায় নাকা চেকিং চলাকালীন গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশিতে ওই গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযুক্তের নাম বিপ্লব মণ্ডল ও তার বাড়ি বেলিয়াবেড়া থানার ভামাল গ্রামে। তাকে ঘটনাস্থলেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপীবল্লভপুরের দিক থেকে ফেকোর দিকে যাচ্ছিল এই গাড়িটি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে। ধৃতকে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে। আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে কোথা থেকে আসল এই বেআইনি বন্দুক তার তদন্ত শুরু করেছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/09/screenshot-2025-10-09-191056-2025-10-09-19-11-43.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us