৭৮ কেজি গাঁজা সহ গ্রেফতার এক ব্যক্তি

কোথা থেকে পাওয়া গেল এই গাঁজা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-25 at 7.06.28 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ট্রাকে করে পাচার করার আগে ৭৮ কেজি গাঁজা সহ গ্রেফতার এক ব্যক্তি। গাঁজা অভিযানে ফের এক বড় সাফল্য পেল বেলিয়াবেড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ফেঁকো এলাকায়।

পুলিশ সুত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম মুকেশ কুমার যাদব, বাড়ি বিহারের কাটোরিয়া এলাকায়। বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডলের নেতৃত্বে একটি দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বেলিয়াবেড়া থানার ফেঁকো এলাকার জাতীয় সড়কের উপর। সেই সময় ওড়িশা থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে আসছিল মুকেশ। ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে ৩টি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করে পুলিশ যার ওজন ৭৮ কেজি। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। এই গাঁজা কোথায় নিয়ে যাচ্ছিল, এই গাঁজা চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে বেলিয়াবেড়া থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, ওড়িশার দিক থেকে আসা এই ট্রাকটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল।

diguadnew

Screenshot 2025-06-25 175141