AI দিয়ে মেয়েদের বিকৃত ছবি, অভিযুক্ত নাকি বাংলাদেশের! যুবককে জুতোপেটা করল মেয়েরাই

আট থেকে আশি সবাই তার টার্গেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-24 at 12.37.44 PM

নিজস্ব সংবাদদাতা: মেয়েদের বিকৃত ছবি তৈরি করা- ডিজিটালাইজেশনের যুগে AI- এর সুবাদে এখন এই কাজটা করা অসম্ভব কিছু নয়। তবে সাধারণ এক মুদির দোকানের মালিকের এই কীর্তি অবাক করল কোন্নগরবাসীকে। অভিযোগ, কোন্নগর কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানার দোকান রয়েছে প্রান্ত রায়ের। সেই দোকানেই জেরক্সের কাজও হত। আর যারা সেই দোকানে যেত তাদেরই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানাত অভিযুক্ত। ওই যুবকের এক সময়ের সহপাঠীরা দাবি করেছে যে সমাজ মাধ্যমে তার একাধিক অ্যাকাউন্ট রয়েছে যেখান থেকে এই বিষয়টি তারা জানতে পারে। সমাজ মাধ্যমে আপত্তিকর ছবিও রয়েছে। রবিবার বিষয়টি জানাজানি হতেই একদল যুবতী অভিযুক্ত যুবককে জুতোপেটা করতে করতে স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশ ফাঁড়িতে অভিযুক্তের শাস্তির দাবিতে একজোট হয় তারা। এক যুবতী দাবি করেছে যে অভিযুক্ত নাকি কয়েক বছর আগে বাংলাদেশ থেকে আসে আর তারা স্কুলে একসঙ্গে পড়ত। দার্জিলিং থেকে ঘুরে যুবতী রবিবারই বাড়ি ফিরে শুনতে পায় তারই এক বান্ধবীর প্রাইভেট পার্টের ছবি তুলে ভিডিও বানিয়েছে সেই বন্ধু। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তের ট্যাব ও ল্যাপটপ থেকে অনেক মহিলার আধার কার্ডের ছবি পাওয়া গেছে। 

Screenshot 2025-11-24 115213