/anm-bengali/media/media_files/1000069632.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ ইলামবাজারে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন তিনি। বলেন, "এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের বড় বড় চোর। উত্তরপ্রদেশে, রাজস্থানে বড় বড় চোর বসে আছে। যত দোষ, নন্দ ঘোষ। প্রতিভা আছে বলে বাংলার মানুষের উপর অত্যাচার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে খুব অত্যাচার হচ্ছে। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে অত্যাচার। হরিয়ানার গুরুগ্রামে দুটি ডিটেনশন ক্যাম্প হয়েছে। অসমে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে। ভোটার তালিকার নামে এনআরসির চেষ্টা হচ্ছে। যোগ্য ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলব না। সবাই ভোটার তালিকায় ভালো করে নাম তুলুন। এখানে এসে থাকার চেষ্টা করুন। মতুয়া, রাজবংশী, শীলদের উপর অত্যাচার। বাংলা কারুর দয়ায় বাঁচে না"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/UU0byjsThURh1CJzXswV.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us