আগে অমিত শাহের জন্মের শংসাপত্র দেখান! ঝাড়গ্রামে ফুঁসে উঠলেন মমতা

আর কি বললেন নেত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-06 at 7.00.49 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বুধবার বাংলা ভাষা ও বাঙালিদের অপমানের বিরুদ্ধে ঝাড়গ্রাম শহরে তিন কিলোমিটার ভাষা আন্দোলনের পদ যাত্রার শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে এক সভায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

"বাম আমলে আগে ভয় কেউ ঝাড়গ্রামে আসতো না", নাম না করে কার্যত বিরোধীদের করা বার্তা দেন মমতা। মঞ্চে উঠেই প্রথমে ঝাড়গ্রাম জেলার আদিবাসীদের প্রতি প্রণাম নিবেদন করেন তিনি। মুখ্যমন্ত্রী ওই সভা মঞ্চ থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, "বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি"। তাই যারা বাংলার বদনাম করার চেষ্টা করছে তাদেরকে তিনি সতর্ক করে দেন। তিন তার ভাষণে বলেন, "বাংলার মানুষ ভালো আছেন ও শান্তিতে আছেন, বাংলায় এনআরসি হতে দিচ্ছি না দেব না। এনআরসির নাম করে ওরা বাংলার মানুষকে জেলে রাখতে চায়। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী ও রোহিঙ্গা বলে তকমা এঁটে দেওয়া হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিরসা মুন্ডা, নেতাজি সুভাষচন্দ্র বসু ,স্বামী বিবেকানন্দ সহ বাংলার মনীষীরা বাংলাতে কথা বলতেন। বাংলা না থাকলে বিশ্ব ও ভারত বর্ষ হয় না আসাম থেকে কোচবিহারে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে। আসামে ৭ লক্ষ বাঙালির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে"। সেই সঙ্গে তিনি বলেন, "ভোটার তালিকায় নাম তুলবেন ,আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। কেন্দ্র অফিসার ও পুলিশদের ভয় দেখাচ্ছে"। তিনি বিজেপিকে বসন্তের কোকিল বলে আখ্যা দেন। নির্বাচন কমিশনকে তিনি বলেন, "আমি নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি, কিন্তু অমিত শাহের দালালি করবেন না ,অমিত শাহ কি তার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে? বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করে, শুধু বিজেপি খাবে আর সবাই বাদ যাবে। আমি ভোট চাইতে আসিনি, আপনারা আপনাদের ভোট কাকে দেবেন সেটা আপনারা ঠিক করবেন"। সেই সঙ্গে তিনি বলেন, "যারা বাংলার বাইরে আছেন তারা বাংলায় ফিরে আসুন, তাদের পাশে বাংলার প্রশাসন রয়েছে। এনআরসির ভয়ে মানুষ আত্মহত্যা করছে"। তিনি আরো বলেন যে স্বাধীনতা আন্দোলনে বাংলা পথ দেখিয়েছিল। প্রশ্ন তোলেন স্বাধীনতা আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল। বললেন, "চালাকির দ্বারা কোনও মহৎ কাজ হয় না। রক্ত, কলিজা দেব, জমি দেব না। এনআরসির নাম করে চিঠি দিয়ে ডাকলে কেউ যাবেন না"। বাংলা ভাষা নিয়ে মন্তব্য করার জন্য বিজেপি নেতা অমিত মালব্যর নাম না করে তাকে মালপোয়া বলে তিনি কটাক্ষ করেন। তিনি বলেন, "আমি হিংসায় বিশ্বাস করিনি, কাজে বিশ্বাস করি ,উন্নয়নে বিশ্বাস করি তাই মানুষের পাশে থেকে। মানুষের জন্য কাজ করতে হবে, আমি ধর্ম জাতপাত নিয়ে রাজনীতি করি না। আমি চাই সকল ধর্মের মানুষ হাসিমুখে একসঙ্গে বসবাস করুক"।

WhatsApp Image 2025-08-06 at 7.00.50 PM