Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/3iMGj15gVkAUnjNrdsxI.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ভোট সন্ত্রাসে আক্রান্ত ও ঘরছাড়া দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ পর্ব চলছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার তিনি মগরাহাটে যান। পাশে দাঁড়ান আক্রান্তদের। শুভেন্দুর পাশে ছিলেন অগ্নিমিত্রা পল। এদিন কর্মসংস্থান ইস্যুতে সুর চড়ান নন্দীগ্রামের বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ''মমতা যতদিন থাকবে ততোদিন বেকারদের কিছু হবে না।'' ভোট সন্ত্রাস নিয়ে বলেন, ''অত্যাচারীরা শেষ কথা বলে না, গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us