New Update
/anm-bengali/media/media_files/JlBXGVkd4xYcQB3lrtRs.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: প্রসূতিমৃত্যুর প্রায় ৩০% ক্ষেত্রে অঘন ঘটে প্রসবের ৬ সপ্তাহের মধ্যে। এবার তাই হাই রিস্ক অর্থাৎ ৪২ দিন হিসেবে চিহ্নিত প্রসূতিদের আরো ভালো দেখভালের জন্য স্বাস্থ্যকর্মীদের ভাতার কথা ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৪২ দিন ভালোভাবে দেখাশোনার সময়সীমা পেরিয়ে গেলে প্রসূতি পিছু ২৫০ টাকা উৎসাহ ভাতা পাবেন আশা কর্মীরা। ফলে কর্মীদের মাইনেতেও প্রভাব পড়বে। এই মর্মে বাংলার সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের দফতরে আদেশনামা জারি করেছে স্বাস্থ্যভবন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us