/anm-bengali/media/media_files/RAh1VKqjGEHtOiiq8eMA.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার বড় ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। যেখানে এক পুরীর পাণ্ডাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করতে দেখা গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/1087c1eb-0ae.png)
ওই পাণ্ডা বলেন, "মমতা ব্যানার্জি হিন্দু নয়, মুসলিম"। এই বার্তার ভিডিও ট্যুইট করে তরুণজ্যোতি তিওয়ারি বলেন, "পুরীর জগন্নাথ মন্দিরের এক পান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলছেন আপনারা শুনুন। খুব ভুল বলছে কি? যে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে , "la ilaha illaha" বলেন বছরের পর বছর তিনি হিন্দু কি করে? তিনি যেটা বলেন তার অর্থ হল আল্লাহ ব্যতীত আর কোন ঈশ্বর নেই। যিনি ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেন না তিনি হিন্দু কি করে?" তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে চর্চা শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/2024/12/11/ovJ2zzXZ26JTXE6pzxQg.jpg)
উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণত সর্বধর্ম সমন্নয়কে গুরুত্ব দিয়ে থাকেন। তার চোখে সকল মানুষ সমান। ধর্মভেদের ওপর মানুষের একত্রিতকে বিশ্বাস করেন তিনি। বর্তমানে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বিতর্ক চলছে। এরইমধ্যে তরুণজ্যোতি তিওয়ারির এই ভিডিও নিয়ে শোরগোল শুরু হয়েছে।
পুরীর জগন্নাথ মন্দিরের এক পান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলছেন আপনারা শুনুন।
— Tarunjyoti Tewari (@tjt4002) April 30, 2025
খুব ভুল বলছে কি?
যে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে , "la ilaha illaha" বলেন বছরের পর বছর তিনি হিন্দু কি করে? তিনি যেটা বলেন তার অর্থ হল আল্লাহ ব্যতীত আর কোন ঈশ্বর নেই। যিনি ঈশ্বরের… pic.twitter.com/uNzGGBjyOa
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us