“আমাকেও বাংলাদেশি বলত!”—মঞ্চে বিস্ফোরক মমতা, SIR নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা

বীরভূমের জনসভায় SIR নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশি বলে ভয় দেখানো, ভোটার তালিকা, অসমের তুলনা—সব মিলিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ। মুখ্যমন্ত্রীর দাবি, কেউ ভয় পাবেন না; রাজ্যে কাউকে তাড়াতে দেব না।

author-image
Tamalika Chakraborty
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা:  বীরভূমের জনসভায় মঙ্গলবার কার্যত বিস্ফোরিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের সুরে তাঁর কথায় উঠে এল কেন্দ্রের SIR-পদ্ধতি নিয়ে প্রবল অসন্তোষ, আর তার সঙ্গে জুড়ে গেল সাধারণ মানুষের নিরাপত্তার আক্ষেপও। মমতার বক্তব্য অনুযায়ী, রাজ্যে বারংবার ‘বাংলাদেশি’ বলে ভয় দেখানোর রাজনীতি করা হচ্ছে, আর ঠিক ভোটের আগে SIR চাপিয়ে দেওয়ার চেষ্টা সেই রাজনীতিরই নতুন অধ্যায়।

মঞ্চে দাঁড়িয়েই মমতা বললেন, “আজ তোমরা নিজের মতো ধর্ম সাজাবে, মানুষকে ভয় দেখাবে। যারা বাংলাদেশি বলতে বলতে অভ্যস্ত, তারা হঠাৎ করে বদলাবে কী করে? আমি বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত।” তাঁর কথায়, বাংলার মানুষ কেউই ভয় পাবেন না। ২০২৪ সালে যারা ভোট দিয়েছেন, তারা সকলেই বৈধ ভোটার—এটাই প্রকৃত সত্য।

Mamata

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন্দ্র যখন সেই ভোটার লিস্টের ভিত্তিতেই নির্বাচন করেছে, প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি, তখন এতদিন SIR-এর কাজ কোথায় ছিল? কেন ঠিক ভোটের মুখে এসে এই প্রক্রিয়া? তিনি বলেন, “কথা দিলে আমি শেষ মুহূর্ত পর্যন্ত কথা রাখি। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা থাকতে কাউকে তাড়াতে দেব না।”

অসমের প্রসঙ্গও তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অসমে বলা হচ্ছে SIR হবে না। সেখানে মানুষকে রক্তচক্ষু দেখানো হচ্ছে। তাঁর তির্যক মন্তব্য, “এসব করে লাভ নেই।”

জনসভাজুড়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ছিল একদিকে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ, অন্যদিকে জনগণের উদ্দেশে আশ্বাস। SIR বা Social Information Review ইস্যু ঘিরে রাজ্য রাজনীতিতে যে ঝড় উঠেছে, তার মধ্যেই মমতার এই বার্তা ভোট-পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।