কুর্মীরা নয়! ভিলেন বিজেপি?

শালবনীর ঘটনায় দায় কার? সরাসরি বিজেপির নামটা নিয়েই ফেললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
New Update
345

নিজস্ব সংবাদদাতা : সব দোষ বিজেপির! কুর্মীদের কোনো দোষ নেই! শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা থেকে বীরবাহা হাঁসদার গাড়িতে ভাংচুরের ঘটনায় নাম জড়িয়েছে কুড়মি সমাজের। তবে ইতিমধ্যেই কুড়মি  সমাজ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। কুড়মিদের নামে আক্রমণ যে বিজেপি করেছে তা নাম না করে তীর ছুঁড়েছিলেন কুনাল ঘোষ। এবার সরাসরি বিজেপির নামটা নিয়েই ফেললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীর হাই ভোল্টেজ জনসভা থেকে তিনি স্পষ্টতই  বলেন, কুড়মিদের নামে অত্যাচার চালিয়েছে বিজেপি।  দিয়েছে জয় শ্রী রাম স্লোগানও। কুড়মিদের দোষ নেই।কুড়মিদের জমি যাতে দখল না হয় সে ব্যবস্থা করেছেন তিনি। পাশাপাশি  আদিবাসী মেয়ে তথা রাজ্যের মন্ত্রী বীরবাহার গাড়িতে  ভাংচুর করা হয়েছে। সেই নিয়েও সুর চড়ান মমতা। অভিষেককে আক্রমণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ তার।