সরকারি অনুদানে ‘না’! আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার মালদার নাট্যদল

আরজি কর কাণ্ডের প্রতিবাদে অনুদান নিতে অস্বীকার করেছে মালদার নাট্যদল।

author-image
Probha Rani Das
New Update
vbnbv3

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ-হত্যার ঘটনা নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে বেড়ে চলেছে উত্তেজনাএবার এই বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানাল মালদার নাট্যদল।

WhatsApp Image 2024-08-29 at 11.47.25 AM

জানা গিয়েছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে অনুদান নিতে অস্বীকার করেছে মালদার নাট্যদল। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে নাট্য মেলার সরকারি অনুদান গ্রহণে ‘না’ জানিয়েছে সেই নাট্যদল।

রাজ্যের ৫০ হাজার টাকা অনুদান নিতে অস্বীকার করেছে নাট্যদল মালদা সমবেত প্রয়াস। এছাড়াও তাঁরা রাজ্য সরকারের নাট্য মেলা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা অভিযোগ তুলেছে যে, আরজি কর কাণ্ডে দোষীদের আড়াল করছে রাজ্য সরকার।