SIR ওয়ার রুম পরিদর্শনে মন্ত্রী মলয় ঘটক

SIR নিয়ে তৎপর শাসকদল।

author-image
Debjit Biswas
New Update
12

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ও পিংলা বিধানসভা এলাকায় এসআইআর (SIR)-এর ওয়ার রুম পরিদর্শন করলেন রাজ্যের আইনমন্ত্রী ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এদিন পিংলা বিধানসভার মাদপুরে পিংলার দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন ও দলের নির্দেশে ব্লকে ব্লকে তৈরি হওয়া ওয়ার রুম পরিদর্শন করেন তিনি। গতকাল রাতে পিংলার দলীয় কার্যালয়ে উপস্থিত হন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি,পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতি-সহ অনান্যরা।

sir voter list

দীর্ঘক্ষন ধরে চলে বৈঠক। তারপর সবংয়ের বিধায়ক কার্যালয়ে উপস্থিত হন তিনি। সবংয়ের বিধায়ক মানস রঞ্জন ভুঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়ায়। তাই তিনি ছিলেন না। কিন্তু বাকী সমস্ত নেতৃত্বরা সবংয়ের এসআইআর (SIR) সংক্রান্ত ওয়ার রুমে উপস্থিত ছিলেন। উপস্থিত তৃণমূল নেতা বিকাশ রঞ্জন ভুঁইয়া, সবং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস দত্ত-সহ অনান্যরা।