/anm-bengali/media/media_files/2025/11/27/whatsap-2025-11-27-17-08-55.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য তৃণমূলের নির্দেশে জেলায় জেলায় SIR ওয়ার রুমে পৌঁছে যাচ্ছেন মন্ত্রীরা। সেই কর্মসূচিতেই বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে তৃণমূলের SIR ওয়ার রুমে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তাঁর সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।
ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে পৌঁছে SIR ওয়ার রুমের কাজকর্ম খতিয়ে দেখেন মন্ত্রী। সেখানে ঘাটাল ব্লকের BLA এবং দলের নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন তিনি। বৈঠকে মলয় ঘটক দ্রুত ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করার জন্য কড়া নির্দেশ দেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/31/sir-2025-07-31-20-49-11.jpg)
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী মলয় ঘটক বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, পরিকল্পিত ভাবে তৃণমূলের সমর্থক ও ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র রুখতেই দলের পক্ষ থেকে BLA নিয়োগ করা হয়েছে। তাঁরা নির্বাচনী আধিকারিক তথা BLO-দের সঙ্গে মিলিয়ে ভোটার তালিকার সংশোধনের কাজ করছেন।
মন্ত্রী জানান, ভোটারদের যাতে তাঁদের ভোটাধিকার রক্ষা করা যায়, সেই লক্ষ্যেই এই কাজ চলছে। ঘাটাল এলাকায় ইতিমধ্যেই প্রায় ৯০ শতাংশ ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি কাজও দু’এক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি, দলের BLA ও কর্মীদের কাজের প্রশংসা করে তাঁদের আরও উৎসাহিত করতেই এই সফর বলেও জানান মলয় ঘটক।
ভোটার তালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে যখন উত্তেজনা তুঙ্গে, তখন মাঠে নেমে মন্ত্রীদের এই তৎপরতা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us