/anm-bengali/media/media_files/QsIXAtmSRbBxqS7pwRvV.jpg)
মহুয়া মৈত্র
নিজস্ব সংবাদদাতা : অবশেষে ফল পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ট্যুইটে একটি ভিডিও পোস্ট করে খুশির খবর জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। পার্লামেন্টের অধিবেশনের সময় তার কাটে দিল্লিতে, এছাড়াও নিজের সাংসদ এলাকার উন্নয়নের কাজও রয়েছে। ব্যস্ত শিডিউলের মাঝে একটুও বিশ্রাম নেওয়ার ফুসরৎ নেই তার। তবে, ফলের আগমনে বেশ কিছুক্ষণ বাগানে দেখা গেল তাকে। বাগান থেকেই করেছেন ভিডিওটা।
/anm-bengali/media/media_files/iNxyjxBWkaCJhBhErtRK.jpg)
নদীয়া জেলার করিমপুরে সেই বাগান। যেখানে একটি গন্ধরাজ লেবুর গাছের চারা বসিয়ে ছিলেন মহুয়া। তার সেই চারা গাছ এখন ফল দিচ্ছে তাকে। দিচ্ছে সুগন্ধও। তিন-চারটি লেবু হয়েছে গাছে। একটি নিজেই গাছ থেকে ছিঁড়ে নেন সাংসদ। মাছে ভাতে বাঙালির ডালের সঙ্গে যেমন প্রিয় গন্ধরাজ লেবু, অনেকে আবার মাছের ঝোল দিয়ে ভাত মেখেও কয়েক ফোঁটা লেবুর রস দেন তাতে। সাংসদও নিশ্চয়ই এমনই কিছু করবেন।এমনটাই মনে করছেন নেটিজেনরা।
The joys of having my Gondhoraj Lemon tree in Karimpur finally fruit! pic.twitter.com/EyaaAVNnzk
— Mahua Moitra (@MahuaMoitra) May 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us