নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অপরাজিতা বিলের সমর্থনে আজ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পথে নামলো মহিলা তৃণমূল।সেই মতো এই মিছিলে কোথাও পা মেলালেন মন্ত্রী, কোথাও বিধায়ক, কোথাও আবার রাজ্য ও জেলা নেতৃত্বরা। আজ সবংয়ের মোহাড় এলাকা সবং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল মিছিল হয়। মিছিলে পা মেলান রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
এদিন তার সঙ্গে ছিলেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, যুব সভাপতি নিশিকান্ত কর সহ অনান্যরা। অপরদিকে পিংলাতেও বিশাল মিছিল হয় তৃণমূলের। এদিন উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতি, যুব সভাপতি উদয় ওঝা, মহিলা নেত্রীরা। পাশাপাশি ডেবরার আষীতেও অপরাজিতা বিলের সমর্থনে মিছিল হয়।