New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মহেশতলার ২১ নম্বর ওয়ার্ডে আকড়া রয়েল মার্কেটের ভিতরে রবি কুমার মাহাতো নামে এক ব্যক্তি একটি ওয়াশ কারখানা চালাতেন। রবিবার সন্ধ্যায় ওই কারখানার ভিতরে জল গরম করার বয়লার মেশিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় ফেটে যায়। তীব্রতা এতটাই বেশি ছিল যে পিছনের দেওয়ালও ফেটে গেছে এর প্রভাবে। মালিক সহ ৪ জন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। কারখানা বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/01/screenshot-2025-12-01-182842-2025-12-01-18-29-44.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us