New Update
/anm-bengali/media/media_files/Yl9aisDhj6ezCuCq5tH7.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃরণক্ষেত্র মহেশতলা। চলল গুলি, পড়ল বোমা। সূত্র মারফত জানা গিয়েছে যে, হাওড়ার মহেশতলায় ইট-বালি ফেলাকে ঘিরে চলল গুলি। এমনকি বোমাও পড়েছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
তৃণমূল কাউন্সিলর-ঘনিষ্ঠ নেতার অনুগামীদের সঙ্গে স্থানীয়দের বচসা ঘটে। দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। যার ফলে ইটবৃষ্টি করা হয় বাড়িতে। হামলা চালানো হয় বাড়িতে। শুধু তাইই নয় ভাঙা হয় বাড়ির সিসি টিভি ক্যামেরাও।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us