৩০৫ বছর ধরে বড়মা রূপেই পূজিত হয়ে আসছেন মা কালী

এটা নৈহাটির বড়মায়ের গল্প নয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-20 at 12.01.02 PM

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর: আজ থেকে আনুমানিক ৩০৫ বছর আগে বামাচরণ চ্যাটার্জি নামক এক বিশিষ্ট ব্যক্তি পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি গ্রামে মা কালীর প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এই মা বড়মা রূপেই পূজিত হয়ে আসছেন। তান্ত্রিক মতে নিশি পুজো হয় এখানে। বলিদান প্রথা রয়েছে। হয় ছাগ বলি।

জনশ্রুতি আছে, আজ থেকে প্রায় ১৪৮ বছর আগে বড়মা রূপী কালীর বারি (কলস ভর্তি জল) আনা হয় গঙ্গা থেকে। কুমারডিহি গ্রামের চ্যাটার্জী পরিবারের সদস্য দেবজিৎ চ্যাটার্জী, লোকজিৎ চ্যাটার্জীরা বলেন যে অলৌকিকভাবে সেই ১৪৮ বছর আগের ঘট ভর্তি জল আজও মায়ের কাছে অমলিন। ঘটের জল একদিনের জন্যও শেষ হয় না। তবে এমনটাও শোনা যায় ঘটের জল একটু কমলেই পরিবারের নেমে আসে অশনি সংকেত। চ্যাটার্জি পরিবারে কোনও দুর্ঘটনার আগামবার্তা দেন মা, এমনটাই বিশ্বাস চ্যাটার্জি পরিবারের। তখনই সঙ্গে সঙ্গেই শুরু হয় মাকে সন্তুষ্ট করার জন্য হোম যজ্ঞ। আর তাতেই মায়ের আশীর্বাদে দুর্যোগ কাটে পরিবার তথা গ্রামের। কুমারডিহি গ্রামের চ্যাটার্জি পরিবারের বড়মায়ের পুজোয় দূর-দূরান্ত থেকে পরিবারের সকলেই এই পুজোর কদিন হাজির হন গ্রামে। একসাথে পরিবারের সকলে মাইল খাওয়া-দাওয়া ও আনন্দ-উৎসব চলে।

WhatsApp Image 2025-10-20 at 12.01.01 PM