বেসরকারি ইস্পাত কারখানায় বিকট শব্দ

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-31 at 1.46.14 PM

হরি ঘোষ, দুর্গাপুর: বেসরকারি ইস্পাত কারখানায় বিকট শব্দ। আতঙ্ক এলাকায়। জখম ২। নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ল আহতদের সহকর্মী এবং স্থানীয়রা। তুমুল উত্তেজনা দুর্গাপুরের সগড়ভাঙা সংলগ্ন বেসরকারি ইস্পাত কারখানা চত্বরে। ঘটনাস্থলে যায় কোকওভেন থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিকট শব্দ হয়। তারপরেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। স্থানীয়রা জানতে পারে কিছু কেমিক্যাল মিশ্রণ হয়ে বিস্ফোরণ হয়েছে। নিরাপত্তা নিয়ে কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল নেতৃত্ব। নিজেকে জেলা তৃণমূলের সহ-সভাপতি বলে দাবি করে স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "যেভাবে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা তাতে আমরা আতঙ্কিত। এলাকার মানুষ ভয়ে কেঁপে ওঠে। আমরা চাইব প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বারাক শ্রমিক এবং স্থানীয়দের"।

Screenshot 2025-07-31 134246