পাকিস্তানি স্ত্রীকে গোপন করে রাখার অভিযোগ, CRPF জওয়ান বরখাস্ত
মণিপুর হিংসার দুই বছর: দিল্লির জনতার মঞ্চে পৃথকভাবে প্রতিবাদে কুকি-জো ও মেইতেই সম্প্রদায়
'গ্রামেই সমাধান চাই', বললেন রাষ্ট্রপতি মুর্মু—পঞ্চায়েতকে আইনি ক্ষমতা দেওয়ার পক্ষে রাষ্ট্রপতির জোর সওয়াল
পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে মুক্ত, সড়ক দুর্ঘটনায় সাহায্যকারীদের জন্য নীতিন গড়করির বড় ঘোষণা
সাঁকরাইলে প্রশাসনের তৎপরতা- এক দিনে স্বাস্থ্য, নথি ও রেশন নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ
জলঙ্গিতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তি গ্রেপ্তার, উদ্ধার চীনা লোগোযুক্ত অস্ত্র
মেদিনীপুরে সুপার মার্কেটে আগুন লাগার পর হুঁশ ফিরল পৌরসভার, শপিংমলগুলিতে অভিযান
এই প্রথম, ওমর আবদুল্লার সঙ্গে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর
ধীরে ধীরে ভাঙছে পাকিস্তানের কাঠামো— ভারতের একের পর এক সিদ্ধান্তে নাজেহাল পাকিস্তান, এবার সব থেকে কঠিন পদক্ষেপ নিল ভারত সরকার

ত্রিপল টাঙিয়েই সন্তান ও স্ত্রীকে নিয়ে দিন কাটাচ্ছে আশীষ, কিন্তু কেন?

ঝড় বৃষ্টির সময় চরম ভোগান্তির শিকার হতে হয় ভক্তা পরিবারকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-24 at 18.44.30

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের চকসাহাপুর এলাকার বাসিন্দা আশীষ ভক্তা। মামা বাড়িতে বসবাস করছে প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে। বর্তমানে ত্রিপলের ছাউনি দিয়েই বাড়ির মধ্যে সদ্য জন্মানো কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতে খুবই অসুবিধা হয়। এলাকায় পঞ্চায়েত প্রধান, জনপ্রতিনিধিদের জানানো হলেও সরকারি সহযোগিতার বাড়ি পাননি এখনও। 

34erdvh

ঝড় বৃষ্টির সময় চরম ভোগান্তির শিকার হতে হয় আশীষ ভক্তা ও তার পরিবারকে। আর এই খবর ছড়িয়ে পড়তেই ওই পরিবারের সঙ্গে কথা বলতে হাজির হন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। তিনি জানান, “এলাকার অধিকাংশ মানুষই সরকারি বাড়ি পেয়েছে। ওর ক্ষেত্রে নিজের জায়গা না থাকায় সমস্যা হচ্ছে সরকারি বাড়ি পাওয়ার ক্ষেত্রে। বর্তমানে যে জায়গার ওপরে ওনারা বসবাস করছেন, সেই জায়গা ওনার মামা ওনার নামে করে দিয়েছেন। এইবারে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি বাড়ি দেওয়ার চেষ্টা করব আমরা”।

ওনার যে নিজের নামে জায়গা ছিল না সে কথাও স্বীকার করেছে আশীষ ভক্তা।