কেক কেটে নয়, রক্তদানে জন্মদিন পালন ছোট্ট তীর্থেশের

শিক্ষণীয় ভাবনা পরিবারের।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-25 at 5.25.15 PM

হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুরের সগড়ভাঙার বছর দুইয়ের খুদে তীর্থেশ চট্টোপাধ্যায়ের জন্মদিনে দেখা গেল এক অন্যরকম আয়োজন। রক্তদান শিবিরের আয়োজন করা হল। 

জন্মদিন মানেই খেলনা, উপহার আর কোলাহল, কিন্তু ছোট্ট তীর্থেশের পরিবার দেখাল অন্য পথ- জীবন বাঁচানোই সবচেয়ে বড় উপহার। সগড়ভাঙার একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য রাখি তিওয়ারি, প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, কোকওভেন থানার ওসি মইনুল হক, বিধাননগর ফাঁড়ির আইসি মিহির দে-সহ বিশিষ্টজনেরা। রক্ত সংগ্রহের দায়িত্ব নেয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার। দাদু উদয় চট্টোপাধ্যায় বলেন, "আমরা সারা বছরই নানান সামাজিক কাজ করে থাকি। আমার নাতির জন্মদিন উপলক্ষ্যে আজকের রক্তদান শিবির। রক্তের যোগান দিতেই আমাদের এই উদ্যোগ। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ আমরা নেব"।

Screenshot 2025-08-25 151552