লেপার্ডের দেহ উদ্ধারের পর সতর্ক বন দফতর

কেন বাড়তি সতর্ক বন দফতর ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-02 at 6.29.34 PM

UUUUU

নিজস্ব সংবাদদাতা : জঙ্গলের রাস্তায় লেপার্ডের দেহ উদ্ধারের ঘটনায় বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নিল বন দফতর। বন দফতরের তরফে বাঁকুড়ার জয়পুর ও বিষ্ণুপুরের বিভিন্ন বনাঞ্চলে বন কর্মীদের টহল যেমন বৃদ্ধি করা হয়েছে তেমনই গ্রামে গ্রামে শুরু হয়েছে মাইক প্রচার। তা সত্বেও এলাকার মানুষের আতঙ্ক যেন কিছুতেই কমছে না। আতঙ্কে জঙ্গলে পাতা ও কাঠ কুড়াতে যাওয়া বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। এদিকে লেপার্ডের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে ঘটনার তদন্ত।

digbijay da add

বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের পচডহরার কাছে গত বৃহস্পতিবার রাতে বাঁকাদহ জয়রামবাটি রাস্তার উপর থেকে উদ্ধার হয় একটি লেপার্ডের মৃতদেহ। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বনাঞ্চলেই ওই মৃত লেপার্ডের সঙ্গিনী থেকে থাকতে পারে এই আশঙ্কায় স্থানীয় জঙ্গলে পাতা ও কাঠ সংগ্রহ করতে যাওয়া কার্যত বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। আতঙ্কে জঙ্গলমুখো হচ্ছেন না বিষ্ণুপুর ও জয়পুর বনাঞ্চল লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষজন। এদিকে বন দফতর একদিকে এলাকার মানুষের আতঙ্ক দূর করতে যেমন মাইক প্রচার চালাচ্ছে তেমনই বন্যপ্রাণের নিরাপত্তায় জোর দিতে বৃদ্ধি করা হয়েছে টহলদারিও। বিষ্ণুপুর ও জয়পুর উভয় জঙ্গলেই চলছে বন কর্মীদের কড়া নজরদারি। স্থানীয়দের জঙ্গলে একা না গিয়ে দলবদ্ধ  ভাবে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বন দফতরের তরফে। এদিকে লেপার্ডের মৃতদেহের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দূর্ঘটনার তত্ব উঠে এলেও বন দফতরের তরফে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯ নম্বর ধারায় বিষ্ণুপুর থানায় মামলা রুজু করা হয়েছে। কোন গাড়ির ধাক্কায় লেপার্ডটির মৃত্যু হয়েছে তা জানতে প্রযুক্তিগত সাহায্যও নিচ্ছে বন দফতর।