/anm-bengali/media/media_files/VqH0Odp63rki4cZq7M4F.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেন তার অভিমান শেষই হচ্ছে না। একের পর এক অভিযোগ। জমছে পাহাড় সমান অভিমান। দলের সংগঠন থেকে জেলা-ব্লক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কষ্টও রয়েছে ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর। এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করলেন মারাত্মক এক অভিযোগ। 'আমাকে আপনি সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন' , ঠিক এভাষাতেই অভিমান প্রকাশ করেছেন ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক। তিনি বলেছেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুধু দলের নন আপনি গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য আছেন। আমাকে সাইড ট্র্যাক করে দিয়েছেন। নিজেকে সামলান। যেই বামনীতির বিরুদ্ধে লড়াই করে আজকে জায়গায় পৌঁছেছেন, সেই বাম নীতিতে দলটিকে যেতে দেবেন না।''
মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলের নেতারাই ডোবাচ্ছেন বলে সরাসরি মুখ খুলেছেন আবদুল করিম চৌধুরী। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় মমতায় ভরা, সৎ। কিন্তু নেতারা দুর্নীতিগ্রস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়র ইমেজ নষ্ট করে দিচ্ছে দলের নেতারাই।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us