SDPO অফিসে অনুপস্থিত অনুব্রত, এলেন ৬ আইনজীবী

অনুব্রত মণ্ডলের বোলপুর এসডিপিও অফিসে হাজিরার দিনেও সশরীরে উপস্থিত না হয়ে পাঠালেন ৬ সদস্যের আইনজীবীদের দল। উঠছে নানা জল্পনা।

author-image
Debapriya Sarkar
New Update
অনুব্রত মণ্ডলের শুনানি! এবারেও কাজ হল না

নিজস্ব সংবাদদাতা : আজ, সকাল ১১টা নাগাদ বোলপুরের এসডিপিও (SDPO) অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। তবে নির্ধারিত সময় অনুযায়ী তিনি সশরীরে উপস্থিত হননি। তাঁর পরিবর্তে সেখানে উপস্থিত হয় ছয় সদস্যের একটি আইনজীবী দলের।

গরু পাচারকাণ্ডে বড় পদক্ষেপ আদালতের, আরও ফেঁসে গেল অনুব্রত

আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা একটি সৌজন্য সাক্ষাৎ এবং অন্য একটি মামলার বিষয়ে আলোচনা করতে এসেছিলেন। এসডিপিও অফিসে কিছু সময় থাকার পর তাঁরা ইতিমধ্যেই সেখান থেকে বেরিয়ে গিয়েছেন বলেও সূত্রের খবর।

অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি ঘিরে নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। যদিও তাঁর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।