/anm-bengali/media/media_files/CHshLHQqWbtTknUhOsvr.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত ভোটে (Panchayat Vote 2023) হিংসা প্রসঙ্গে এএনএম নিউজের সঙ্গে কথা বললেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা লোকনাথ চ্যাটার্জী। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে একেবারে গোঁড়ার দিন থেকে আজকে ভোট গণনা পর্যন্ত হিংসার ছবি সর্বত্র। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও এই রাজ্যে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে করাতে ব্যর্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার রাজীব সিনহা, প্রশাসনিক স্তর ও রাজ্যের শাসক দল। এরা সকলে একসাথে মিলে গণতন্ত্র, ভোটটাকে প্রহসনে পরিণত করেছে। সার্বিকভাবে আজ গণতন্ত্র বিপন্ন। মানুষও এই শাসক দলকে আর পছন্দ করছে না, কিন্তু জোর জবরদস্তি করে কীভাবে ক্ষমতাকে ধরে রাখতে হয় তা করে দেখাচ্ছে এই শাসক দল। এই পঞ্চায়েত ভোটকে একেবারেই নির্বাচন হিসেবে গণ্য করা যায় না। কারণ আজ গণতন্ত্র একেবারেই বিপন্ন। পুরো ভোটটাই মিথ্যে।‘
রাজ্যে রাষ্ট্রপতি জারি করা প্রসঙ্গে বিজেপি নেতা লোকনাথ চ্যাটার্জী জানান, ‘পশ্চিমবঙ্গে সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী এবং সংবিধান অনুযায়ী একটি রাজ্যকে পরিচালনা করা উচিৎ। কিন্তু আমরা যা দেখলাম পশ্চিমবঙ্গের বুকে যে সংবিধান আজ বিপন্ন। সাংবিধানিক যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটিকে না মেনে যে শাসনতন্ত্র পশ্চিমবঙ্গে কায়েম রয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিৎ। সেইসঙ্গে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে যা যা করণীয় সেগুলি করা উচিৎ।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us