/anm-bengali/media/media_files/NFZrF99cgdTi4lBSmyEX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উত্তরচব্বিশপরগণাজেলার দত্তপুকুরে (Duttapukur) গতকাল রবিবাসরীয় দুপুরেএকটিআতশবাজিকারখানায় ভয়াবহ বিস্ফোরক ঘটে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। স্থানীয়দের মতে, এখনও বহু মানুষের ছিন্নভিন্ন দেহ জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বিস্ফোরণে কারোর বাড়ি ভেঙে পড়েছে, তো কারোর কেটে যাওয়া হাত, পা, আঙুল কারোর বাড়ির দ্বারে তো কোনও পুকুরে ভাসছে বলে অভিযোগ। পুলিশ ও দমকলের মতে এখনও অবধি ৫ জনের দেহ উদ্ধার হয়েছে। এরই মাঝে আজ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনাস্থলের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ঘটনাস্থলকে ঘিরে রয়েছে পুলিশ। এদিকে এখনও অবধি থমথমে পরিবেশ বজায় রয়েছে ঘটনাস্থলে। চরম আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় মানুষজন।
#WATCH | West Bengal | Latest visuals from Duttapukur area in North 24 Parganas district where an explosion took place at the illegal crackers factory yesterday. pic.twitter.com/T2i8MZWLDc
— ANI (@ANI) August 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us