প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে লাড্ডু বিতরণ শুভেন্দুর!

প্রধানমন্ত্রীর জন্মদিনে মিষ্টি মুখের বন্দোবস্ত! নিজের হাতে লাড্ডু বিতরণ করলেন শুভেন্দু অধিকারী। দিলেন পুজোও। একগুচ্ছ কর্মসূচি রয়েছে এদিন।

author-image
Pallabi Sanyal
17 Sep 2023
sad

নিজস্ব সংবাদদাতা : দেশব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন করছে বিজেপি। নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিনে পুজো দিলেন বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিনে জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের মধ্যে লাড্ডু বিতরণ করেন তিনি। পরবর্তীতে  রক্তদান শিবির গিয়ে দেখা করেন রক্তদাতাদের সঙ্গে। সেখান থেকে পার্টি অফিসে চলে যান শুভেন্দু।  এক্স হ্যান্ডেলে শুভেন্দু জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে সেবা ও সমর্পণ অভিযোজনের অংশ হিসেবে সংগঠিত। এ উপলক্ষে স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।