New Update
/anm-bengali/media/media_files/OMNLzx3iTqYHNPw41e1j.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দিলেন কুড়মি মনোনীত নির্দল প্রার্থী বরুণ মাহাত। তীব্র দাবদাহকে তোয়াক্কা না করে ধামসা-মাদল বাজিয়ে কুড়মি সমাজের পতাকা হাতে নিয়ে কুড়মি সমাজের কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রার্থী বরুণ মাহাতকে নিয়ে শহরে ভোট প্রচার করে বেলা ১টায় মনোনয়ন জমা দিতে গেল। এদিন নির্দল প্রার্থী বলেন, 'আমরা ভোটে অংশ নিয়েছি বঞ্চিত ঝাড়গ্রামবাসীর জন্যে'। তাদের ভোটে অংশ নেওয়াতে গেরুয়া শিবিরের ভোট অনেক কাটবে এমনটাই মনে করছে রাজনীতি বিশেষজ্ঞরা। প্রার্থী বরুণ মাহাত বলেন, 'আমাকে মানুষ জেতালে মানুষের যে সমস্যাগুলি রয়েছে তা সমাধান করব। বিজেপি ও তৃণমূল এখানকার মানুষকে বঞ্চিত করেছে'।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us