এতদিন বিজেপি, সিপিএম নেতারা মুখ খোলেননি কেন! সন্দেশখালি ইস্যুতে বিস্ফোরক কুণাল ঘোষ

সন্দেশখালি ইস্যুতে বিরোধীদের এক হাত নিলেন কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেন, " ভয়ে যদি কোনও মহিলা মুখ না খুলেও থাকেন, ঘটনা ঘটে থাকলে এতদিন সিপিএম, বিজেপি স্থানীয় নেতারা এতদিন বলেননি কেন?"

author-image
Tamalika Chakraborty
New Update
klunal .jpg

নিজস্ব সংবাদদাতা : সন্দেশখালি ইস্যুতে ফের একবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা লেখেন, "গণধর্ষণের ধারা মানে তৃণমূলের দাবি খারিজ করা নয়। বারবার বলা হয়েছে, তাই যোগ করেছে।
এরপর সেই অভিযোগ প্রমাণ করতে হবে। ভয়ে যদি কোনও মহিলা মুখ না খুলেও থাকেন, ঘটনা ঘটে থাকলে এতদিন সিপিএম, বিজেপি স্থানীয় নেতারা এতদিন বলেননি কেন? বিরোধী সমর্থকদের অভিযোগ আদৌ সত্যি কিনা, দেখা দরকার।"

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg