New Update
/anm-bengali/media/media_files/ligjbndPVlKNVyJYFNbl.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সন্দেশখালি ইস্যুতে ফের একবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা লেখেন, "গণধর্ষণের ধারা মানে তৃণমূলের দাবি খারিজ করা নয়। বারবার বলা হয়েছে, তাই যোগ করেছে।
এরপর সেই অভিযোগ প্রমাণ করতে হবে। ভয়ে যদি কোনও মহিলা মুখ না খুলেও থাকেন, ঘটনা ঘটে থাকলে এতদিন সিপিএম, বিজেপি স্থানীয় নেতারা এতদিন বলেননি কেন? বিরোধী সমর্থকদের অভিযোগ আদৌ সত্যি কিনা, দেখা দরকার।"
গণধর্ষণের ধারা মানে তৃণমূলের দাবি খারিজ করা নয়।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 17, 2024
বারবার বলা হয়েছে, তাই যোগ করেছে।
এরপর সেই অভিযোগ প্রমাণ করতে হবে।
ভয়ে যদি কোনো মহিলা মুখ না খুলেও থাকেন, ঘটনা ঘটে থাকলে এতদিন সিপিএম, বিজেপি স্থানীয় নেতারা এতদিন বলেননি কেন?
বিরোধী সমর্থকদের অভিযোগ আদৌ সত্যি কিনা, দেখা দরকার।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us