/anm-bengali/media/media_files/6wCEQrEg2tnRixFoLBZ7.jpg)
নিজস্ব সংবাদদাতা: কালিয়াগঞ্জে (Kaliaganj) থানা জ্বালিয়ে পুলিশকে বেধড়ক মারধর (Police Beaten) করা হয়েছে। অর্ধনগ্ন করে পুলিশ কর্মীদেরকে পেটানোর বিষয়ে এবার গুলি এবং মৃত্যুমিছিলের কথা মনে করালেন তৃণমূল মুখপাত্র (TMC Spokesperson) কুণাল ঘোষ (Kunal Ghosh)। টুইট (Tweet) করে তাঁর দাবি, এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি। বামফ্রন্টের (CPIM) পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার। হামলাকারীদের গ্রেফতার (Arrest) করার পাশাপাশি যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরার দাবি জানালেন কুণাল। ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য বলে মন্তব্য তাঁর।
কালিয়াগঞ্জ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 26, 2023
এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি।
বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার।
হামলাকারীদের গ্রেপ্তার চাই। যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরা দরকার।
ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য। pic.twitter.com/ogrww28IAG
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us