পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী? ' মামার বাড়ির আবদার!'

পঞ্চায়েত ভোটও কী কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে? এই নিয়ে সরাসরি এখনও মুখ খোলেননি রাজ্য নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

author-image
SWETA MITRA
New Update
kendrio.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটও কী কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে? এই নিয়ে সরাসরি এখনও মুখ খোলেননি রাজ্য নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিকে এই ভোটকে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে করানোর দাবি করেছে বঙ্গ বিজেপি (BJP) শিবির। এদিকে এই নিয়ে এবার সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, ‘পঞ্চায়েতভোটেকেন্দ্রীয়বাহিনী? মামারবাড়িরআবদার! লোকসভা, বিধানসভাকেন্দ্রীয়বাহিনী।পুরসভা, পঞ্চায়েতরাজ্যপুলিশ।সারাদেশেরসবরাজ্যেএকনিয়ম।বাংলায়আলাদা? এমনকরেপ্রচারহচ্ছেযেনএটাইরীতি।কেন্দ্রীয়বাহিনীএনেওতোবিধানসভায়গোহারা।তাদেরআবারকথা!’