'অধীর রঞ্জন চৌধুরী বিজেপির এজেন্ট', বড় মন্তব্য কুণালের

ফের একবার বিজেপি ও কংগ্রেসের মধ্যে তলেতলে যোগসাজশের কথা বললেন কুণাল ঘোষ?

author-image
SWETA MITRA
New Update
ADHIR KUNAL.jpg

নিজস্ব সংবাদদাতাঃ প্রদেশকংগ্রেসসভাপতিঅধীররঞ্জনচৌধুরী সম্প্রতি বলেছিলেন যে যেদিন থেকে বাংলায় তৃণমূল এসেছে সেদিন থেকে আইনশৃঙ্খলারঅবস্থাখারাপ হয়ে যাচ্ছে। এদিকে অধীরের এই মন্তব্যের পাল্টা দিলেন কংগ্রেস সাংসদ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন,"ভারতের মধ্যে বাংলার আইন-শৃঙ্খলা সবচেয়ে ভালো। অধীর রঞ্জন চৌধুরী বিজেপির এজেন্ট। তিনি বিজেপির উদ্দেশ্য পূরণের জন্য বিভ্রান্তিকর এবং ক্ষতিকারক বক্তব্য দিচ্ছেন।“