নবমীতেও হল কুমারী পুজো, একসঙ্গে ৪১ জনের হল দেবীরূপে পুজো

১০-১২টি গ্রামে ব্যাপক পরিচিতি রয়েছে এই বিশেষ কুমারী পুজোর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kumari puja

File Picture

নিজস্ব সংবাদদাতা: একসঙ্গে ৪১ কন্যাকে কুমারী রূপে পুজো করা হল গোঘাটের সিংড়াপুরে। দুর্গার সামনে কুমারী পুজো দেখতে ভিড় জমল হাজারো মানুষের। কন্যাদের হাতে দেওয়া হল ত্রিশূল, তরবারি—যা এই অঞ্চলের পুজোর বিশেষ রীতি। গত ২৮ বছর ধরে এইভাবেই সিংড়াপুরের আশ্রমের দুর্গামণ্ডপে পুজো হয়ে আসছে। আশপাশের ১০-১২টি গ্রামে ব্যাপক পরিচিতি রয়েছে এই বিশেষ কুমারী পুজোর।

ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই ভিড় উপচে পড়ে এখানে। ওই গ্রামগুলির মেয়েরাই কুমারীরূপে পূজিত হন। কিন্তু হাতে অস্ত্র দেওয়ার কারণ কী? পুরোহিতের বক্তব্য, “দেবীর হাতে যদি অস্ত্র না থাকে, তবে তিনি দেশ, দশ বা পরিবারকে রক্ষা করতে পারবেন না। নারীর হাতে অস্ত্র থাকলে নিজের ধর্ম ও নারীত্ব রক্ষা সম্ভব। হিংসাকে পরাস্ত করে সমাজের মঙ্গলের জন্য অস্ত্র ধরা উচিত"।

kumari puja

এলাকার বাসিন্দাদের মতে, প্রতিবছর ৩০ থেকে ৫০ জন কুমারীকে পুজো করা হয় এখানে। পশ্চিমপাড়া, সিংড়াপুর, রাঙামাটি-সহ একাধিক গ্রামের মানুষ অংশ নেন এই আয়োজনে। স্থানীয় পুজা চক্রবর্তী বলেন, “বড়দের মুখে অনেকবার শুনেছি এই পুজোর কথা। তবে এবার প্রথমবার কাছ থেকে দেখলাম। বিশাল আয়োজন দেখে সত্যিই ভালো লাগছে"।

অন্যদিকে মহালয়ার পর থেকেই রাজ্যজুড়ে পুজোর আমেজে উপচে পড়ছে মানুষের ভিড়। কলকাতা হোক বা জেলা, সর্বত্রই দর্শনার্থীদের ঢল। তবে আবহাওয়া দফতর নবমী থেকেই নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি কলকাতাতেও প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে।

একদিকে পুজোর আনন্দ, অন্যদিকে নিম্নচাপের আশঙ্কা - দুই নিয়েই উত্তাল রাজ্যবাসীর উৎসবের দিনগুলি।