কুবাই ব্রিজে করছেন প্রেম? সাবধান! হতে পারে জরিমানা

ওসি ট্রাফিকের নেতৃত্বে পদক্ষেপ নেওয়া হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-23 at 19.21.00

File Picture

নিজস্ব সংবাদদাতা: সাবধান চন্দ্রকোনা রোড এলাকার মানুষজন। পুলিশের কড়া পদক্ষেপ চন্দ্রকোনা রোড এর কুবাই ব্রিজে। বাইক নিয়ে ঘোরাফেরা করলে পরেই, আড্ডা দিলে পরেই হচ্ছে হাজার টাকা জরিমানা। আর তারই সাথে আইনগত ব্যবস্থা নিচ্ছেন ট্রাফিক পুলিশ। 

ওসি ট্রাফিকের নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজের উপরে যেখানে যত্রতত্র বাইক নিয়ে ঘোরাফেরা করছেন যুবক-যুবতীরা। আর এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা হতে পারে এই আশঙ্কা দীর্ঘদিন ধরে করে আসছেন এলাকার মানুষজন। তাই এবার সেই জায়গায় দাঁড়িয়ে কড়া পদক্ষেপ নেওয়া হল পুলিশের পক্ষ থেকে। জরিমানা করা হল প্রায় ২০টির মতন বাইক আরোহীকে। এরপরও আইনগত বড়সড় পদক্ষেপ নেবে পুলিশ, এমনটাই কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।