/anm-bengali/media/media_files/2025/09/01/whatsapp-image-2025-09-01-2025-09-01-16-55-36.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সাতদিনের টানাপোড়েনের পর অবশেষে ধরা পড়ল কৃষ্ণনগরের ছাত্রী খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিং। পুলিশি সূত্রে জানা গিয়েছে, নেপাল থেকে তাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
প্রথম থেকেই ধারণা ছিল, খুনের পর দেশরাজ উত্তরপ্রদেশে পালিয়েছে। পরিবারের বয়ানেও সেই সূত্র মিলেছিল। তবে সূত্রের খবর, কৃষ্ণনগরে ইশিতার বাড়িতে ঢুকে খুনের পর সে সরাসরি সীমান্ত পেরিয়ে নেপালে পালিয়ে যায়। প্রশ্ন উঠছে, কার মদতে সে বিদেশে পালাতে সক্ষম হল?
এর আগে শনিবার গুজরাট থেকে গ্রেফতার করা হয়েছিল দেশরাজের মামা কুলদীপ সিংকে। মাত্র একদিনের ব্যবধানেই দেশরাজও ধরা পড়ল পুলিশের জালে। তবে মামা কি তাকে পালাতে সাহায্য করেছিলেন, সেই উত্তর এখনও অমীমাংসিত।
/anm-bengali/media/post_attachments/18e40272-b8b.png)
জানা গিয়েছে, দেশরাজকে বাংলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যে এনে তাকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত ২৫ অগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে মাথায় তিন রাউন্ড গুলি চালিয়ে ইশিতাকে খুন করে দেশরাজ। দু’জন আগে থেকেই একে অপরকে চিনত। দেশরাজের পরিবার উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও সে মায়ের সঙ্গে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় থাকত। পুলিশি তদন্তে উঠে এসেছে, প্রেমঘটিত কারণে ক্ষোভে-অভিমানে খুনের পরিকল্পনা করেছিল অভিযুক্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us