/anm-bengali/media/media_files/HZQRd2bqgsKhs0XByuYQ.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার মানেই বজরংবলীর বার। আজ তারই কৃপায় আয় বাড়বে এই তিন রাশির জাতকদের।
সিংহ রাশি: আজ সারাদিন খুব ভালো কাটতে চলেছে সিংহ রাশির জাতকদের। নিজের আয় বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। তারই জোরে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে অগ্রগতির দারুণ সুযোগ আজ আপনার জন্য অপেক্ষা করে আছে।
মিথুন রাশি: আজকের দিনটি খুব শুভ মিথুন রাশির জাতকদের জন্য। আজ সকল কাজেই সাফল্য পাবেন আপনি। জীবনে সফলতা এনে দেবে আপনার মানসিক জোর ও মনঃসংযোগ। উপার্জন ও সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
তুলা রাশি: আজ বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাকে। তবে সাধ্য যোগের শুভ প্রভাবে আসন্ন সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন আপনি। পারিবারিক জীবন আজ খুব সুখের হবে। ব্যবসায় উন্নতি করার যোগ রয়েছে। আজ কিন্তু প্রয়োজনে বরাবরের মতো সব সাহায্য পাবেন নিজের সঙ্গীর থেকেই।