রাত পোহালেই কৌশিকী অমাবস্যা, তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো ও যজ্ঞর প্রস্তুতি তুঙ্গে

৫১ সতীপিঠের এক শক্তিপীঠ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-21 at 4.09.38 PM

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামীকাল কৌশিকী অমাবস্যা। এই তিথিতেই তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই কারণেই মূলত ভক্তদের মধ্যে এই অমাবস্যার মাহাত্ম্য অনেকখানি। কথিত রয়েছে দেবী বর্গভীমা মন্দিরে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেছিলেন এমন শোনা যায়। জনশ্রুতি রয়েছে, তমলুকের রাজা তাম্ৰধ্বজ প্রতিদিন শোল মাছ খেতেন। রাজ আদেশে সেই সময় রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে যেতেন এক দরিদ্র ধীবরপত্নী।  সারাবছর কীভাবে জ্যান্ত মাছের জোগান দেন ওই ধীবরপত্নী? এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবরপত্নী রাজাকে জানান, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন। ধীবরপত্নীর কথামতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা।

৫১ সতীপিঠের ১ পিঠ এই মন্দিরে কৌশিকী অমাবস্যা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মন্দিরের পূজারী পুষ্পেন্দু চক্রবর্তী জানান আগামীকাল সকাল ১১টা ৫৫ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। সকালে শুরু হবে মায়ের নিত্য পুজো। অমাবস্যা শুরু হলে হবে মায়ের অঙ্গরাগ। অঙ্গরাগ শেষে সপ্তপদ বিশিষ্ট ভোগ নিবেদন করা হবে মাকে। তারপর পুজো শেষে সন্ধ্যায় শুরু হবে বিশেষ যজ্ঞ। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান এই মন্দিরে। আগামীকাল প্রচুর ভক্তের সমাগম হতে চলেছে বলাই বাহুল্য। ভক্তদের নিরাপত্তা খতিয়ে দেখতে মন্দিরের সামনে বসেছে ২২টি সিসিটিভি ক্যামেরা, থাকবে নিরাপত্তারক্ষীরাও। প্রতিদিনের মত ভক্তদের জন্যে থাকবে ভোগের ব্যবস্থা।

Screenshot 2025-08-21 161431