কালীগঞ্জ উপনির্বাচন: প্রথমস্থান অনেক দূর, বিজেপির স্থান বাম জোটেরও নিচে- কত ভোটে বিজেপি?

 কত ভোটে বিজেপি?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-06-23 10.57.20 AM

নিজস্ব সংবাদদাতা: কালীগঞ্জ উপনির্বাচন-এর ভোটগণনা চলছে। এবার দেবাংশু ভট্টাচার্য ভোটগণনার আপডেট ট্যুইট করেছেন। তার ট্যুইট মতে, প্রথমস্থান অনেক দূর, বিজেপির স্থান বাম জোটেরও নিচে রয়েছে। তিনি ট্যুইট করে জানিয়েছেন, 

Exclusive Update: 7th round:
#KaliganjBypoll

AITC Leading by: 19164 Votes
2nd position: INC

AITC- 32308 (Almost 56%)
BJP- 11987 (Almost 20%)
INC- 13144 (Almost 22%)
NOTA: Unknown 

তবে এখনও ঢের বাকি ভোটগণনা। এখন দেখার দিন শেষে কে হাসে শেষ হাসি।