সকাল সকাল উত্তাল কালিয়াগঞ্জ

কালিয়াগঞ্জে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছে। কালিয়াগঞ্জের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজেপি। 

author-image
Aniket
New Update
kk

নিজস্ব সংবাদদাতা: আজ ফের সকাল থেকেই উত্তাল হয়ে উঠল কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জে বিজেপি সমর্থকরা সকাল সকাল বিক্ষোভ দেখিয়েছে। প্রসঙ্গত, কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে আজ উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। সম্প্রতি কালিয়াগঞ্জে ধর্ষণ করে হত্যা করা হয় এক নাবালিকাকে। তারপর থেকেই উত্তাল হয়েছিল কালিয়াগঞ্জ। সদ্য কালিয়াগঞ্জের কাছেই পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে এক ব্যক্তির। সব মিলিয়ে কালিয়াগঞ্জ ও সংলগ্ন এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বন্ধের বিরোধিতা করেছে তৃণমূল। বাংলার মানুষ বনধের রাজনীতি চায় না বলে দাবি করেছেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।