মানবিকতা! পা হারানো আন্নাসকে হস্তচালিত সাইকেল দিলেন কাজল শেখ

মানবিকতার স্পর্শ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-20 at 2.22.15 PM

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ল শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। নানুর বিধানসভার নওয়ানগর কড্ডা অঞ্চলের নওয়ানগর ডাঙ্গা গ্রামের আন্নাস খাঁন দীর্ঘদিন ধরে এক দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। চিকিৎসার স্বার্থে তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়। দৈনন্দিন যাতায়াতের অসুবিধায় জীবন যেন থমকে গিয়েছিল তাঁর।

আজ সেই জীবনেই নতুন আলো জ্বালাল এক মানবিক উদ্যোগ। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের উপস্থিতিতে, আন্নাস খাঁনকে হস্তচালিত সাইকেল প্রদান করা হয় শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। এই সাইকেল তাঁর চলাচলে নতুন আশার আলো হয়ে উঠবে বলেই জানিয়েছেন উপস্থিত সকলেই। উল্লেখযোগ্যভাবে, সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ৫৫টিরও বেশি হস্তচালিত সাইকেল প্রদান করা হয়েছে বিভিন্ন শারীরিকভাবে অসহায় মানুষদের হাতে।

এই উদ্যোগ প্রমাণ করে মানবিকতা এখনও জীবিত রয়েছে। এখনও সমাজে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার মানুষ রয়েছেন।

WhatsApp Image 2025-10-20 at 2.22.16 PM