New Update
/anm-bengali/media/media_files/2024/12/27/a5f25bYrl7w0ha8eWN2G.jpg)
নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ '' পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা আবারও সক্রিয় করতে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন '' এই বার্তা নিয়ে আজ খড়্গপুরের সালুয়াতে হাজির হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার এই ডাকে মানুষ সাড়াও দিচ্ছে।
/anm-bengali/media/post_attachments/9fee6871-ccf.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ খড়গপুর গ্রামীণের সালুয়া অঞ্চলে তৃণমূল এবং সিপিএম থেকে বেশ কিছু মানুষ বিজেপির দলে যোগদান করলেন। পাশাপাশি নিকটবর্তী বৌদ্ধ মন্দিরে স্থানীয় বহু মানুষ এসেছিলেন। এদিন দিলীপ ঘোষকে সংবর্ধনা জানান তারা।
/anm-bengali/media/post_attachments/32144fbc-aaa.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us