New Update
/anm-bengali/media/media_files/6CbcCA9fq2T98m9nfmJt.jpg)
নিজস্ব সংবাদদাতা: আশার আলো মলিন। চাকরি বাতিলের খবরে কান্নায় ভেঙে পড়েছেন এসএসসির ২০১৬-র চাকরিজীবিরা। এই রায়ে অথৈ জলে পড়েছেন চাকরি প্রাপকরা। এদের মধ্যে অনেকেই সরকারি দফতরে চাকরি করা সত্ত্বেও ২০১৬-র SSC পরীক্ষায় বসেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাঁরাও দিশেহারা। ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ তাঁদের একটা অংশ তৃণমূল ভবনে যান, এবং শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন তাঁরা। চাকরিহারাদের একটা অংশ তৃণমূল ভবনে যান এবং দেখা করলেন ব্রাত্য বসুর সঙ্গে।
/anm-bengali/media/media_files/5nJz2Xpv72bXXo2hGhv8.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us