/anm-bengali/media/media_files/2025/08/18/whatsapp-image-2025-08-18-2025-08-18-18-56-24.jpeg)
হরি ঘোষ, অণ্ডাল: ইসিএল জমি অধিগ্রহণ করেছে ২০১৭ সালে। পরে ২০২১ সালে মেগা প্রোজেক্টের দরুন নোটিশ জারি করা হয়, কিন্তু আজও মেলেনি চাকরি। অভিযোগে কেন্দা এরিয়া অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ এলাকার ৪০ জন জমিদাতাদের। এদিন এরিয়া অফিসের গেটের সামনে ছেলে-স্ত্রীকে নিয়ে বিক্ষোভে সামিল হন তারা।
জমিদাতা উত্তম নন্দী, মোহিত ব্যানার্জি ও অমিত দাস জানান যে ২০১৭ সালে তাদের জমির উপর নোটিশ জারি করাহয়। জমির বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। তারপর কোনও অজ্ঞাত কারণে সেই কাজ থমকে যায়। ফের ২০২১ সালে আবার মেগা প্রোজেক্টের দরুন জমির উপর নোটিশ জারি করা হয় ইসিএলের তরফে। জমির বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও ইসিএল কর্তৃপক্ষ বারবার নানান কারণে টালবাহানা করছে বলে অভিযোগ। প্রায় ৪০ জন জমিদাতারা এখনও তাদের জমির বিনিময়ে চাকরি পাননি বলে দাবি। আন্দোলনরত জমিদাতা গৌরহরি মণ্ডল জানান যে জমি দেওয়ার সময় ইসিএল কর্তৃপক্ষ জমির বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু জমি অধিগ্রহণ করার পর জমিদাতাদের সঙ্গে সাপ লুডোর খেলা খেলছে। বারবার নানান কারণে টালবাহানা করছে বলে অভিযোগ। তিনি বলেন যে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই শান্তিপূর্ণ এই ধরনা ও আন্দোলন তাদের চলবে। যতক্ষণ না ইসিএলের তরফে লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন জারি থাকবে বলে জানান। যদিও এই ব্যাপারে কোনও ইসিএল আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/18/whatsapp-image-2025-08-18-2025-08-18-18-58-53.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us