/anm-bengali/media/media_files/2025/11/02/whatsapp-image-2025-11-02-at-6-2025-11-02-18-44-33.jpeg)
UUUUU
নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফের শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ প্রকল্প। আদালতের নির্দেশে রাজ্যজুড়ে পুনরায় চালু হতে যাচ্ছে এই প্রকল্প, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে স্বস্তির হাওয়া।
এই প্রেক্ষিতেই বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা এলাকায় শুরু হয়েছে জব কার্ড রিনিউয়াল প্রক্রিয়া। সকাল থেকেই এলাকার বিভিন্ন পঞ্চায়েতে জব কার্ড নবীকরণের জন্য ভিড় জমিয়েছেন বহু মানুষ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
স্থানীয় কুসুমদা গ্রামের বাসিন্দা নেপাল বেসরা বলেন, “আমরা আগেও ১০০ দিনের কাজ করেছি, সেই টাকাতেই সংসার চলত। সরকারি এই শ্রমমূল্য আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক বড় সহায়তা। আবার কাজ শুরু হবে শুনে আমরা খুব খুশি।”
দুজিপুর গ্রামের পঞ্চায়েত সদস্য শীতল ওঝা জানান, “দীর্ঘদিন পর আবার এই প্রকল্প শুরু হওয়ায় আশার আলো দেখছেন গরিব মানুষ। কাজের সুযোগ ফের ফিরে আসায় এলাকায় দেখা যাচ্ছে আনন্দের পরিবেশ।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই কার্ড রিনিউ সম্পূর্ণ করে মাঠ পর্যায়ে কাজ শুরু হবে। সাধারণ মানুষের মুখে আবারও হাসি ফোটানোর আশায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us