New Update
/anm-bengali/media/media_files/OOCFoAtKhtNyuipmskvf.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষদিনে দুর্গাপুর ফরিদপুর ব্লকে বৃহস্পতিবার দুপুরে গোগলা পঞ্চায়েতের বনগ্রামে প্রচার সারলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। বাড়ি বাড়ি প্রচার করতে করতে জিতেন্দ্র তেওয়ারি বললেন, 'এই অঞ্চলে তৃণমূলের পোষা কিছু বাঁদর আছে। ভদ্রলোকেরা তো কেউ তৃণমূল কংগ্রেস করছে না তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে। কিছু বাঁদরকে রেখেছে এই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। কিন্তু বিজেপি রেডি আছে। যেরকম ব্যবহার করবে সেইরকমই জবাব দেওয়া হবে। এই অঞ্চলে খুব ভালো ভোট হবে যদি ভোট ফেয়ার হতে দেয়। ভোটের দিন যদি গুন্ডাবাজি না করে, যদি বোমা না চালায়, গুলি না চালায় তাহলে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us