কড়া পদক্ষেপে ঝাড়গ্রাম জেলা পুলিশ

অবৈধ বালি পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-22 12.13.28 PM

নিজস্ব প্রতিনিধি: অবৈধ বালি পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপে নেমেছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলা পুলিশ। সম্প্রতি নকল বালি তোলার অনুমতিপত্র ব্যবহার এবং বালি দুর্নীতির অভিযোগে ইডি রাজ্যের একাধিক এলাকায় অভিযান চালানোর পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তার মধ্যেই অবৈধভাবে বালি পাচার রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। গত পাঁচদিনে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার অভিযানে মোট ৯ টি বালি বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, এবং গ্রেফতার হয়েছে ৭ জন। জানা গেছে, ঝাড়খণ্ডের দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছিল বালি বোঝাই একাধিক ট্রাক। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামবনি থানার পুলিশ চিঁচড়া এলাকায় জাতীয় সড়ক থেকে ৭ টি বালি বোঝাই ট্রাক আটক করে। এছাড়াও জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে ধড়সা এলাকায় পৃথক অভিযানে ২ টি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। অভিযুক্ত ট্রাক্টর চালকদের নাম সরোজ বাগদি, বাড়ি—উড়িষ্যার, ময়ূরভঞ্জ জেলার কুলডিহা এবং লক্ষীরাম মুর্মু, বাড়ি—ঝাড়খণ্ডের বাতবাটি গ্রামে।

ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারওয়ার জানান, আটক করা ট্রাকগুলির কাছে বৈধ বালি তোলার অনুমতিপত্র (সিও) না থাকায় আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলার মানুষের নিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।